সন্ধ্যা যখন বসন খোলে নামে
রং বদলে  
আমার কোলে ঢলে ।
জানলো সে কি অন্তরালে
তোমার সাধন নূতন করে
রং ভরেছে আমার ঘরে  ।
বিদায় কি হয় দিনের ?  
আড়ম্ভরে কিশোর যৌবন দৃশ্য করে
আলো ঢেলে
শেষের বেলা সূর্য যখন
ফিরে তাহার ঘরে ।
সে যে নূতন রূপে
আসে ওগো
মুগ্ধ হাওয়া জুই ছাপার
ওই গন্ধ বিধুর
চাঁদনী রাতের তরে ।
ওগো আমার সোহাগ ভিতু
একটু খানি দাড়িয়ে থাক  
রং বদলের ক্ষণে ।
রাতের হাওয়া আধো আলো
জ্যোৎস্না স্নানে
তোমায় যখন রং ছড়াবে ।
আমি শুধু চেয়ে থাকবো
সোহাগ লোভে তোমার পানে
অরুণ রবির কুঁয়াশা ঢাকার আগে ।


মুজাহিদ চৌধুরী । লন্ডন । ১।৫।২০১৪ ।