সেদিন যদিও আকাশ ঘুমিয়ে ছিল দিগন্তের নীড়ে
হাহাকারে অন্ধকারে তোমার লাশের পাশে
ধুলায় লুণ্ঠিত শব্দ গুলো কিন্তু স্তিমিত ছিলনা !
বাংলায় লিখিত যুক্ত অক্ষর গুলো রক্তে লাল হয়ে কালো রং ধরে
লাশের পাশে জমাট হয়ে শেষ শত্রুর ছবি এঁকেছিল !
বলে ছিল শত্রু মরে নাই,মাতৃ ভূমি থেকে শুধু অমূল্য রত্ন
ছিনিয়ে নিয়েছে মাত্র,সে শুধু তুমার লাশ !
ক্ষত বিক্ষত হৃদয়ে সাত কোটি অবয়ব
সে যে তোমার জমানো রত্ন ভাণ্ডার ওরা যে জীবিত
বিপর্যস্ত নয় ,যা আজ ষোলো কোটিতে উপনীত ।
ওদের উন্নত শীর,মুক্ত মুখের ভাষা,নিজস্ব জমিন
সুনালী রং ধানের আশে মুক্ত হাওয়ায় বিরাজমান স্বাধীন।
তুমি মর নাই,এত দান যে করে সে কি মরে
তুমি যে গেঁথে আছো ষোলো কোটি বাঙালির বুকে মুখে।


মুজাহিদ চৌধুরী । লন্ডন । ১৫। ৮। ২০১৪