অফুরন্ত বাসনা তোমায় নিয়ে
দেহ মন হৃদয় তোমার তরে
যমুনায় যাব বলে
তাই আজও ক্ষান্ত নই কোন কাজে।  


পরিশ্রমের সব ঘাম বিন্দু
মাথা মুণ্ডু শুকিয়ে তিক্ত লবণাক্ত
বুঝিনা এসবের কবে হবে শেষ
যদিও জানি এ সব  
জীবন বাঁচানোর আজে বাজে সব ।


মগজের বারান্দায় অসহ্য যাতনা
পাগলের প্রলাপ,মরুতে কি তরু হবে ?
হবে না জেনেও কেন দগ্ধ দেহে
দাও না রসের ধারা একটু খানি বয়ে।


না হলে কি হবে জানো
এ শ্রান্ত মন শুকনো দেহ
ভেঙে হবে সব লন্ড ভন্ড অশান্ত।

মুজাহিদ চৌধুরী। লন্ডন। ১৫।১।২০১৫