আজ পূর্ব লন্ডনের টেমস এর টাওয়ার ব্রিজের উপর থেকে
দেখতে পাই বাংলার বাঘ নাচে
বিজয়ের গৌরবে অস্ট্রেলিয়ার ক্যানবেরার মাঠে।  


টাওয়ার ব্রীজ পূর্ব লন্ডনের যোগ পথ  
কখনও পথ ছাড়ে সমুদ্র নাবিকের ইশারায়
খোলে দিয়ে যোগল দ্বার
অজস্র পথচারীর কর তালি পেয়ে ভাসে জাহাজ নদী পথে
কারু কাজে নন্দিত এই ঐতিহাসিক ব্রীজ
আবার দাড়ায় সমতল পথে
আবার গাড়ির চাকা ঘুরে নিজস্ব দিশায়।  


এ পথে দাঁড়ালে বাংলার রান্না ঘরের গন্ধ
বাতাসে মো মো করে
জিবের রস টুপ গিলে গিলে গাড়ি চলে রেস্তরায়
মসজিদের উঁচু উঁচু মিনার
টাওয়ার ব্রীজের গা বেয়ে শহিদ মিনার বেদি  
জেগে আছে যেন বাংলার অতন্দ্র প্রহরী।

এখানে জেগে আছে বাংলার সংস্কৃতি  
বাংলা ভাষার কণ্ঠ ঘুমায় না এখানে  
কবিতার পাহাড় চূড়ায় কবিরা কণ্ঠ ঝরায়  
রাস্তার মোড়ে বাংলা অক্ষরযুক্ত নাম  
শত ভোজ ঘর অডিটোরিয়াম
আজ বাংলার সংস্কৃতি যেন পূর্ণতায়
আমার সম্মুখে দাড়িয়ে আছে
যেন ছোট্ট একটি বাংলাদেশের প্রতিচ্ছবি।


বাংলাদেশে সুনালী ধান বসন্তের ফুল তুমি ফোটো
বাংলার নদী তুমি অবিরাম বহো
তোমার গৌরব অর্জন ছোট বড় না দেখে
শত বিষণ্ণতা ব্যস্ততা আড়াল রেখে মুগ্ধতায়
খোজে পাই তোমার দ্যুতি  
টাওয়ার ব্রীজ পার হই আর এই সব ভাবি।
মুজাহিদ চৌধুরী । লন্ডন । ১৭ । ২ । ১৫