এখানে দিনের প্রভাতী আলো দেখার আগেই প্রভাত হয়
কখনো পাখীর কলস্বর কাচের বন্ধ জানালায় হুমড়ি খায়।
গ্রিনিচ সময়ের ঘড়ির ঢং ঢং শব্দে অথবা
মুঠোফোনের সংকেত শুনে ঘুম ভাঙে।  
পৃথিবীর খবর খুঁজতে গিয়ে রঙিন স্ক্রিনে যা দেখি
ধ্বংস আর বোমা বাজি, প্রকৃতির অপূর্ব রূপ ভোগের পরিবর্তে
বর্বর নৃশংসতা পৃথিবী ব্যাপী।
প্রাচুর্যে ভরা সাম্রাজ্যের কর্তৃত্বের লড়াই
কেউ তা বোঝে,কেউ হতবাক হয়ে প্রতিবাদ করে
কেউ যায় এড়িয়ে  
এ সব জাতি কত হিংস্র হলে এত তাণ্ডব প্রলয়  
হাসি মুখে ধ্বংস খেলা খেলে যায়।
ভাগ্যহত জন-কোল মন্থর পায়ে স্থবির হয়ে
মাথা পেতে তুলে নেয় এই সব শোকভার।


মুজাহিদ চৌধুরী। লন্ডন।৭।১।২০১৬