এখানে যদিও বঙ্গোপসাগর নেই
আছে আটলান্টিকের শীতল বাতাস
আছে  স্বপ্নের রাজ হংস
জাহাজের শক্ত মাস্তুল।
আছে পাথরে ডাকা পাতাল রেল
দুরন্ত দ্রুত জান চলাচল সমতল রোড
রেল ও আকাশ পথ
যেন পূর্ণতায় শক্তির প্রদর্শন।  
এখানে পাগলের মত যান্ত্রিক জীবন
নব উদ্ভাবিত "সোফিয়া"র মত
কাউকে কেমন আছেন জিজ্ঞাসিলে
বলে ভাল আছি।
কি আজব! অথচ বাস্তবে উল্টো
হয়ত যন্ত্রণায় কাতর নির্ঘুম চোখ টলমল।
এখানে এতো ফুল ফোটে চোখ ঝলসানো মনোহারী রঙ  
যেন শিল্পীর আঁকা বাগান কেঁড়ে নেয় চোখ  
তবে হে,ফুলের পরাগে গন্ধ নেই আমার বাংলার মত।
এখানে ধোঁয়া ঢাকা আকাশের মত  
লোকে বুকে চেপে রাখে দুঃখ  
পাব ক্লাব বারে এলকোহলের সাথে  
সব গিলে করে হজম।  
এখানে ক্ষণিক ভালবাসা মেকি হাসি চুমো দিয়ে যায়
নারী মুখের প্রসাধনীর মত  
ভালবাসা যেন হুমড়ি খায় সরীসৃপের বুকে।
এখানে রোদ হাসে না তবে রোদের দেখা পেলে
নব উদ্দামে প্রকৃতির পুষ্পের মত নারীরা বসন খোলে অকপটে।


মুজাহিদ চৌধুরী। লন্ডন। ৯।১২।২০১৭।