বড় কবিতা-৩৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
মায়ানমারের ছোট এক গ্রাম,নাম তার ভিঙ্গা,
"ছাযা সুনিবিড় ,শান্তির নীড়," এলাকা রোহিঙ্গা।
ঘরের পাশে, মাচাংয়ে আছে,লাউ আর ঝিঙ্গা,
আরেক মাচায় ঝুলে আছে পটল আর চিচিঙ্গা।
স্বামী স্ত্রী আর এক সন্তান নিয়ে বড় সুখের সংসার,
আল্লাহর গজবের মত,করিল হত,পুড়ে করিল আঙ্গার।
নৃশংস কাহিনী,আরাকান বাহিনী,ফুঁকিল কেয়ামতের শিঙ্গা,
ফেলিয়া স্বামী ও সন্তান,পেরুলু নাফ নদী চড়িয়া ডিঙ্গা।
আমি আজ সর্বহারা,নেই কিছু মোর গাত্র ছাড়া,দালালেরা সেটাও কিনিতে চায়;
বলি আমি খোদার কসম, থাকিলে পরজনম,আমি পশু হবো,
মানুষ হবো না হায়।
রচনা কাল:-
ঢাকা১৯/০৯/১৭
রাত ৯-৩০
14 hrs · Privacy: