-: অণুকাব্য-৭০৬:-
মোহাম্মদ আলী চৌধুরী।
আমার মরণ হলে, সখিগো নয়ন জলে,কেঁদে তুমি ভেসোনা,
সবাই আসলে পরে,তুমি থেকো একটু দূরে,কভু কাছে এসো না।
ভাবছ আমি মিথ্যে বলি,সহসাই যাব চলি, পড়বো ঢলি, মৃত্যু কোলে;
সুখের দিনের কত স্মৃতি,ভালোবাসা আর প্রেম প্রীতি,পড়লে মনে হেসো না।
রচনা কাল:-
ঢাকা২২/১০/১৭
বেলা ১০-৩০