-:বাংলা লতিফা - ৩৭:-
              মোহাম্মদ আলী চৌধুরী।
  একে আমি পুরাতন হৃদ রোগী,তার উপরে প্রেশার ও ডায়াবেটিসে ভোগী,চোখের দৃষ্টিও গেছে কমে,
দেখিয়া রোহিঙ্গা নির্যাতনের বিভৎস ছবি,ভাবি কেমনে
তোরা মোরে মানুষ কবি?ঘৃণায় মুখে বমি গেছে জমে।
কীসের ভগবান,কীসের রহমান,একদল শয়তান,বুদ্ধের
অভয় বাণী, করিতেছে অপমান,
আমার খুলে গেছে চোখের পর্দা,শুধু দেখি পড়ে আছে,
কত শত মুর্দা,নাফ নদীতে ভাসমান।
ওরে অং সান সূচী,শান্তির নোবেলধারী,এই তোর রুচি,
কচি কচি মানব শিশু ভেসে যায় জলে,
আমার বয়স বেশি,রাগে ফুলে যায় পেশী,  মনে সাধ জাগে,
অস্ত্র তুলে নেই আগে,চোখে আগুন জ্বলে।
রচনা কাল:-
ঢাকা১৪/০৯/১৭
রাত১-১৫