-: বাংলা লতিফা- ১০ ৭:-
মোহাম্মদ আলী চৌধুরী।
ক্যাপ্টেন অরবিন্দ সিং,আপনি ভাঙ্গিতে পারিবেন না সোহাগ রেজভীর শিং,ও বাংলাদেশের এক অল্প বয়সী ছেলে,
মাত্র অষ্টম শ্রেণি পাস, ইতি মধ্যেই করেছে বিকাশ,নজরুলের মত লিখিছে কবিতা,সুকান্তরে বহু পিছে ফেলে।
প্রেমই কবিতার চালিত শক্তি,আমারে গুরুজি বলে করে ভক্তি,
সে সর্বদা খোঁজে যে মুক্তি অত্যাচারী করিয়া বিনাশ,
সে কবিতা লিখে যে নীরবে,টাকার অভাবে খালি পেটে রবে,
তবুও কভু নাহি কবে,কিছু টাকা পাঠান করিয়া বিকাশ।
আপনার ৩০ কোটি টাকার সম্পদ,মাড়িয়ে চলিয়া যাবে যেনো
গোষ্পদ,আটকাতে পারিবেনা কোনো বন্ধন,
তাঁর নাই কোনো লোভ লালসা,নারী আসক্তি, খায়না নিয়মিত
সালসা,ঠেকিলে কিনিবে মালসা করিতে রন্ধন।


রচনাকাল;-
ঢাকা০৩/০৫/১৯
বেলা৪-২৫
★ আমি রেজভীর মধ্যে রবি ঠাকুরের দুই বিঘা জমির উপেনের
দেখা পাই।