-: বাংলা ফালাকু-১০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
লোক ছাড়া সারা বেলা বসে ছিলাম দিলে না সাড়া,
সারা পাড়া ঘুরে গেলে আমার দুয়ারে দিলেনা পাড়া;
জীবন প্রায় শেষ,আর আসিবে কি আমি গেলে মারা?
আমাদের হৃদয়, কভু হলনা বিনিময়,একা একা কাটিল জীবন,
আমরা অনায়াসে,ভালোবেসে,এক সাথে থাকিতে পারিতাম দুজন;
পাখির মতন গড়িয়া নীড়,হইয়া দুজনে নিবিড়,করিতাম কত কূজন।
রচনা কাল:-
ঢাকা১৭/১২/১৭
বেলা ৭-৪৫