-: লিমেরিক-৮৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
একথা সকলেই জানে,বাহাত্তুর সালের সংবিধানে,বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ছিল সাংসদদের হাতে,
এখন অনেকেই গেছে ভুলে,সর্বময় ক্ষমতা প্রেসিডেন্টের হাতে নিতে তুলে,বাকশালী আইন হলো৭৫ এর রাতে।
প্রেসিডেন্ট জিয়া,ক্ষমতায় বসিয়া, করে দিলেন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল,
একজন নিল কাড়িয়া,অন্যজন দিল ছাড়িয়া,ভাবিয়া দেখুন
কাহার কেমন ছিল দিল।
পার্লামেন্ট ষোড়শ সংশোধনী আনিল,সুপ্রিম কোর্ট করিল বাতিল,বহুত সময় লাগবে সর্বসম্মত রায় বদলাতে।
রচনাকাল:-
ঢাকা১৯/০১/১৯
বেলা১২-৪৫