-: রুবাইয়াত ই আলী-৮৪:-          
        মোহাম্মদ আলী চৌধুরী।
নবীজীর উম্মত,বাড়াও হিম্মত,দেখো কুদরত,  শুন আমি যাহা বলি,
বেহেস্তের লোভেও নয়,দোযখেরেও করিনা ভয়,ধর্মের পথে তবু  চলি।
বেহেস্তে হালাল সুরা ও সাকি,নিষিদ্ধ  তা দুনিয়াতে নাকি, দালাল  দেয় শুধু ফাঁকি;
আমি জমাই পুণ্যের রেস্ত,সাতটি দোযোখ আটটি বেহেস্ত,তোরা কোন পথে রলি!
   মমানুবাদ
Oh! the followers of Rasul,be cool and listen to me what I tell্
I obey the laws of religion not in greed of heaven nor in fear of hell.
Wine is halal in heaven,number of hell is seven,Hurs are
seventy;
Eden is full of plainty,hell is full  of fire,I always respond
to morning bell.
রচনা কাল:-
ঢাকা১৮/০২/১৮
ভোর ৫-৩০