-: লিমেরিক-৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
কেমনে লিখিব প্রেমের কবিতা,যখন আমার প্রাণের ববিতা,
পড়িয়াছে সোনার ছেলেদের নজরে,
বন্ধ হয়েছে কলেজে যাওয়া,বাসার সবার নাওয়া খাওয়া,ঘরে বসে সবে,কাঁদিছে নীরবে,অঝরে।
শর্ষিনার হুজুরের ফতোয়া এখন হয়েছে বহাল,
শত্রুর সম্পত্তি ও সন্তান আজ "গানিমাতের মাল।"
বাড়িয়াছে সোনার ছেলেদের উৎপাত,ভয়ে কেউ করেনা প্রতিবাদ,রাতে করে খুন,ফেলে দেয় ফজরে।
রচনাকাল:-
ঢাকা১৫/০৯/১৮
বেলা১২-০০