-: বড়কবিতা- ৫৬:-
মোহাম্মদ আলী চৌধুরী।
করিনি রাজনীতি,পড়িনি অর্থনীতি,ছিলাম একনিষ্ঠ এক ব্যাংকার,
জানিনা কী কারণে,বাজিতেছে কানে,শেয়ার বাজার পতনের ঝংকার।
ব্যাংক মালিকদের চাপে,যে অর্থমন্ত্রী কাঁপে,কমায় কর্পোরেট ট্যাক্স,কমায় আমানতের সুদ হার,
গতকাল দেখি,তিনি বলেন একি! ব্যাংকের পক্ষে সুদ এক ডিজিটে নামানো কঠিন ব্যাপার।
" এতদিনে অরিন্দম কহিলা বিষাদে," এবার ব্যাংকারদেরে
ফেলিয়াছি ফাঁদে,আর পাবেনা বোনাস,
আমানতের বেশির ভাগ,১২% সুদের ৩ বছর মেয়াদি এফ ডি আর,সেখানে ৯% ঋণসুদ আসলে বোগাস।
যেখানে ব্যাংক ঋণের২৫% ইতিমধ্যে হয়েছে হজম,প্রফিট বাড়াতে প্রভিশন ইচ্ছামত করিতেছে কম,
এখনি ব্যাংকাররা হও সচেতন,বোনাস দূরে থাক পাবেনা বেতন,
হাজার হাজার কর্মকর্তা ছাটাই হবে একদম।
সব ব্যাংক নহেতো সরকারি প্রতিষ্ঠান, বাজেটের টাকা দিয়ে
মিটাবে লোকসান, মূলধন ঘাটতি দিবে জোগান,
ঘরেঘরে চাকুরি যাবে,তবু মুখে শোভা পাবে, উন্নয়নের স্লোগান,
আসলে সব ভোজবাজি,আওয়ামী উন্নয়নের সোপান।
মোহাম্মদ আলী চৌধুরী।
রচনাকাল:-
ঢাকা১২/০৭/১৮
বেলা ১-৫০