রুবাইয়াত ই আলী-১১৪
মোহাম্মদ আলী চৌধুরী।
আমি সগর্বে তোমাদেরে জানাই, আমি যদি বেহেস্তে যাই,
সুরা ও সাকি কিছুই চাইবোনা,যদি রেজভীর মত শিষ্য পাই।
শিষ্য আমার প্রায় নিঃস্ব, তবুও ঘুরিয়া দেখে যে দৃশ্য ;
শিষ্য আমার অল্পেই তুষ্ট,চায় বিচার সুষ্ঠ, সম্পদের মোহ নাই।
আমার ইংরেজি অনুবাদ :-
আমার ইংরেজি অনুবাদ :-
I proudly inform then,if I go to the heaven,
I shall not ask for wine and Saki if I was given-
A disciple like Rezvi,who is really destitute ;
Yet he sees scene, wants Justice,has no lust even.
রচনাকাল:-
ঢাকা৩১/০৫/১৯
বেলা ১২-০০