-:অণুকাব্য-১০০৪:-
মোহাম্মদ আলী চৌধুরী।
মনের ভিতর,বনের তিতর*,যখন শুরু
করে আনাগোনা,
তখন আমি হই উদাসী,আর ভালোবাসি,মৃত্যুপ্রহর গোণা।
খালি হাতে আমি এসেছিনু ভবে,খালি হাতেই ফিরে যেতে হবে;
তবু কেন সবে,আহরণে লিপ্ত রবে,ধন সম্পদ,লক্ষ ভরি সোনা।
রচনাকাল:-
ঢাকা ০৬/০৯/১৮
বেলা ২-৩০
★ বরিশালের কথ্যভাষায় তিতির পাখিকে তিতর বলে।