-: লিমেরিক-১১৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
আজি প্রভাতে উঠিয়া,সরকারি বিজ্ঞপ্তি শুনিয়া,আমার প্রচণ্ড
হাসি আসে,
নিজের হাতে তুলিয়া নিবেন না আইন,সন্ত্রাসীকে তুলে দিন পুলিসের কাছে।
খুনের দায়ে বিচারে হয় ফাঁসি,
রাষ্টপতি ছেড়ে দেন সে সন্ত্রাসী।
গণপিটুনিতে মরে তার আরেক ভাই,নইলে সেও পেতো ক্ষমা,
জনগণ শুধু হাসে।
রচনাকালঃ-
ঢাকা৩১/০৭/১৯
বেলা১২-০৫
★ঘটনা জানিলে কখনও কেউ হাসিবেন না প্রকাশ্যে,
৫৭ ধারায়,পড়িবেন ফাঁড়ায়,কোনো না কোনো ভাষ্যে।