-: রুবাইয়াত ই আলী -০৭:-
মোহাম্মদ আলী চৌধুরী
ভদ্র পাগল আলী মিয়ার কথা তোমরা শুন দিয়া মন,
একদা তারও যে বন্ধু ছিল হিসাব মূলে হাজার জন।
শেষ দৃশ্য দেখে,চোখে চোখ রেখে, সেও জ্ঞানীর মতন কয়;-
বন্ধুত্ব বেজায় ভালো, কিন্তু বন্ধুরা মোটেই ভালো নন।
-:মমানুবাদ:-
Oh! listen to the words of Ali,the aristocratic mad,
Once a thousand of friends he officially has had.
And seeing last episode, and the mode,he wisely said;-
Friendship is good but friends are always bad.
পুনঃ প্রকাশ কাল:-
ঢাকা, ০১/০৩/১৭
রাত ৭-০০
(অক্টোবর ১৯৮৩ সালের কাঁচা হাতের রচনায় একটু ঘষামাজা) হয়েছে।