-:বড় কবিতা-৬০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
আয়ূব খানের ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন,
উবিয়া গেলো কর্পূর সম শুরু হইলে আন্দলন।
বঙ্গবন্ধুর গর্বের ধন, সোনার ছেলেদের ছাত্র লীগ,
জাসদ হইলে গঠন,বেশির ভাগই গেল সেদিক।
জিয়াউর রহমান বি এন পির সৃষ্টির আগে করিল জাগদল,
অভির হাতে অস্ত্র দিয়া,হিজবুল বাহারে নিয়া,গড়িল ছাত্রদল।
ছলে,বলে, কৌশলে,অভিরে টানিয়া দলে,এরশাদ গড়িল ছাত্র সমাজ,
ডাঃ মিলন হত্যার পরে, অভি পাতার মত গেল ঝরে, কোথায় আজ।
আওয়ামী লীগ আসিলে ক্ষমতায়,ছাত্র লীগ জাগিল পুনরায়,
ক্যাম্পাসছাড়া অন্য দল,চাঁদাবাজি আর অস্ত্রের বল দেখায়।
এটা ঘটে চিরন্তন, মার খেতেখেতে যখন,দেয়ালে ঠেকিয়া যায় পিঠ,
রুখিয়া দাঁড়াবে ঠিক,হেলমেট ও হাতুরি নিয়া,খুলিয়া ফেলিবে গিট।
রচনাকাল:-
ঢাকা০৭/০৯/১৮
বেলা১২-৩০