.
-: সমর্পণ-৪৩:-
মোহাম্মদ আলী চৌধুরী।
শুক্তি ভেঙ্গে,মুক্তি মিলে,মোদের মিলিছে মুক্তা,
বলিল,নানা,মোরে বই দেন একখান,
কবিতা রচনাকালে, খাইয়েছি আমি সকালে বিকালে,
দুধ চিনিছাড়া চা, কফি,সাথে দিয়েছি পান।
নাই কোনো চুক্তি,১৫ বছর ধরে সংসারে ভুক্তি,আমাদের সকল কাজের কাজি,মোদের কল্যাণে মরিতেও রাজি;-
আমার কোট,প্যান্ট,টাই;শাড়ির সেফটি পিন খুঁজিয়া না পাই,
ওঁরে ছাড়া আমরা অচল ভাই,কেমনে ভুলি ওঁর অবদান।
রচনা কাল:-
ঢাকা,০৩/০৩/১৭