-:অণু কাব্য- ২৭৮:-
মোহাম্মদ আলী চৌধুরী।
নাই ঝঙ্কার অগ্নিবীণার,হয় তাই ছিনতাই শহীদ মিনার,
স্বাধীন দেশের স্বার্বজনীন স্থান, বেদখল হল,হলোনা বিচার।
চেতনাধারীরা,যেতে না দিলে,কেড়ে নিলে নাগরিক অধিকার;-
আওয়ামী কবির লাশ, নিয়ে হয় বড় উল্লাস,মদদে সরকার।
বাহাদুর শাহের মত,আক্ষেপ রবে কত,আমার লাশও নিতে
দিবেনা শহীদ মিনার;-
লাশ নিয়েও করে রাজনীতি,না পারিলে মানিতে রীতি,তেমন স্বাধীনতার মোর নাই দরকার।
রচনাকাল:-
ঢাকা,১৩/০৩/১৭