-: অণু কাব্য ৩০৫:-
মোহাম্মদ আলী চৌধুরী।
কী আর লিখিব ভাই,আমার দেশেতে এত দৃশ্য আছে আমি জানিতাম না তাই,
রাখিয়া নিজের দেশ , থিম্পু, দারজিলিং,নেপাল,ভুটান,
কাঠমুণ্ডু ছুটিয়া যাই।
" এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্ম ভূমী";-
এত দিনে আজ বুঝিলাম, কিসের লাগিয়া, কেন কানুর তরে কদম তলায় ছুটিয়া যাইত রাই।
রচনা কাল:-
হোটেল ইকোছড়ি ইন,২৬/০৩/১৭
ভোর ৬-৩০