১৯৭৪ সালে,মহা দুর্ভিক্ষের কালে,থাইল্যান্ড
ের পচা চালে,
শহিদুল্লাহ হলের ভাতের থালে,পেয়েছিনু আমি পুরীষের চরম কুগন্ধ,
সেকথা মনে হলে, বমি আসে যে চলে, আওয়ামী চাটুকারে বলে,
দেশ স্বাধীন হলে, লুটিছে চাল* নানান ছলে,স্বাধীনতার পরম আনন্দ।
রচনা কাল :-
ঢাকা,০৭/০৪/১৭
বিকাল ৫-৩০
* লাইসেন্স,পারমিট,ডিলারশিপ, সবই তো একমাত্র আওয়ামী লীগারদের হাতেছিল।বঙ্গবন্
ধুর ডাকে একজনওতো চোরাচালান ছাড়েনি, এমন কি ঝাল কাঠির লবণচোরা।লবণের দাম বিশ্ব রেকর্ড ভাঙ্গলো কেন?