-: অণু কাব্য -৩৩৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
হিন্দুরা খায় জল, আর মুসলমানে খায় পানি,
পানি ও জলের স্বাদ কি ভিন্ন আমি তো তা না জানি।
হিন্দু জ্বালায় ধূপকাঠি আর মুসলমানে আগর বাতি;-
এ নিয়ে ধর্মান্ধরা করে অকারণে শুধু তেলেসমাতি।
রচনাকাল:-
ঢাকা,১১/০৪/১৭
রাত ১১-৫০