রবি ঠাকুরের রাম কানাই।
-: অণু কাব্য -৪৫৪:-
মোহাম্মদ আলী চৌধুরী।
· অতি নির্বোধ,সর্বকর্মপণ্ডকারী আমি রবি ঠাকুরের রাম কানাই,
এখন আর ধর্মের কল বাতাসে নড়েনা,বাজাতে হয় নিজের সানাই।
কেবা পর, কেবা আপন, কেমনে করিব সত্য গোপন? দুদিন পর হইবে মরণ,-
যদিও সবাই করিছে বারণ,আমি নাহি হব পাপের কারণ,সত্য বলিব সবাকে জানাই।
January 9, 2016 at 6:13pm ·