-: বাংলা লতিফা -৮৪:-
মোহাম্মদ আলী চৌধুরী।
পড়িয়া চীনের ইতিহাস,মনেহয় এটা পরিহাস,ইংরেজেরা আফিং খাইয়ে চীনাদের করে রেখেছিল নেশাগ্রস্ত,
যাহাতে নেশায়, চেতনা হারায়,কভু খুঁজিতে না যায়, শাসক রূপী শোষকের স্বর্গীয় উচ্চতা আর দৈর্ঘ্য বা প্রস্থ।
১৯৯১ থেকে আজতক,ফেন্সিডিল ও ইয়াবা বেড়ে গেলো আচানক,যুবক শ্রেণি হলো চেতনাবিহীন রোবট মানব,
না দিলেও ডাকসুর নির্বাচন,মা বোনেরে করিলেও গণধর্ষণ,চালালেওস্বৈরাচারের স্টিম রোলার,ছাত্রদল/ লীগ নামক দানব।
ইংরেজের আপ্তবাক্য,ডিভাইড এ্যান্ড রুল,রাজনীতিকেরা করিল কবুল,চেতনা বিকাশের নামে করিল চেতনা বিনাশ,
জনগণের আজ হয়েছে বিকার,চায় স্বাধীনতা,চায়না স্বাধিকার,
তলে তলে দুইজনে,রাজতন্ত্র এনে, করিবে সর্বনাশ।
রচনাকাল:-
ঢাকা২৫/০৫/১৮
বেলা৩-৩০
★ জনাব Kawsar Ahmed Joy এর মন্তব্যের জবাব:-
খুব মূল্যবান কথা।
মোহাম্মদ আলী চৌধুরী, গুরুজী।