-: রুবাইয়াত ই আলী-১০৯:-
মোহাম্মদ আলী চৌধুরী।
রুবাইয়াতের পাক আবেহায়াত যদি পিতে চাও তুমি,
ওমর খৈয়ামেরের শতেক খানেক অনুবাদ নাও চুমি।
দেখবে কোথাও নাই শিরোনাম,শুধু ক্রমিক ওমর খৈয়াম;
ককখক ছন্দ,রুবাইয়াতে আনে আনন্দ,মুগ্ধ সকল বিশ্ব ভূমী।
আমার ইংরেজি অনুবাদ:-
If you want to drink life's liquor Rubaiyat,do not miss,
One hundred translations of Omar Khayyam to kiss.
You will find,headline of any kind,there is only Khayyam's serial;
The prosody of AABA,always pay,the world eternal bliss.
রচনা কাল:-
ঢাকা ০১/১২/১৮
রাত১২-১৫
★মিসেস এ্যাঞ্জেল আইচ এর রুবাইয়াত লেখার কৌশল জানতে চাওয়ার উত্তর।