-: রুবাইয়াত ই আলী-১০৬:-
মোহাম্মদ আলী চৌধুরী।
অনেকেই চান অতি বড় কবি হতে, করিয়া কবিতা রচনা,
বানান ভুল বললে,সহিতে চাহেন না কারো সমালোচনা।
আমি ঠিক করেছি তাই,কবিতা না পড়িয়াই,লিখিয়া দিব;
" রবীন্দ্রোত্তর সাহিত্য গগনে,এমন কাব্য!আমার ছিল না জানা।"
মমানুবাদ:-
There are some mad poets who want to be great,
If I show their spelling mistake, they give me threat.
As they want only praise, I decided to put the phrase;
" Extraordinary works after Tagore,"without been read.
রচনাকাল:-
ঢাকা ২৮/০৮/১৮
বেলা৩-৪৫