-: অণুকাব্য-৮৬৯:-
             মোহাম্মদ আলী চৌধুরী।
যতদিন আমি ভাবিব বিউটি তো আমার কেহ নয়, আমি কেন করিব প্রতিবাদ,
অন্যেরাও নীরবে রবে,যেদিন তোমার বোন ধর্ষিতা হবে,মরিবে করিয়া আর্তনাদ।
আহারে বোকার দল,হাতে তোলো খন্তা শাবল,জনতার শক্তি প্রবল,দেখাও সরকারে;
আমি আওয়ামী,বি এন পি বুঝিনা,জাতি, ধর্ম খুঁজিনা,
আবার নামিব যুদ্ধে, মুক্তির দরকারে।
রচনাকাল:
ঢাকা ০২/০৪/১৮
বেলা ৪-৫৫
★মিসেস Jahanara Yeasin এর মন্তব্যের জবাব:-
আমরা এ স্বাধীনতার জন্য কষ্ট করিনি। আমাদের ছেলেদের এমন স্বাধীনতা আনতে যুদ্ধে পাঠাইনি।মানুষ কেন বর্বর - হায়েনাকেও হারিয়ে দিচ্ছে?হে সমাজ পরিচালক, আপনাদের ঘুম কবে ভাঙ্গবে???