-: রুবাইয়াত ই আলী -০২:-
মোহাম্মদ আলী চৌধুরী।
যতক্ষণ মোর পেয়ালা ভরা রহিবে বাহারি মদ,
ততক্ষণ আমি রচিব রুবাইয়াত পদের পরে পদ।
আমার জন্য ভিজা চুলে সাকি চিরদিন বসে রবে;-
মরিলে মদে করিয়ে গোছল,দ্রাক্ষাকুঞ্জেই কবর হবে আলবত।
মমানুবাদ:-
Until and unless I will get cup full of wine,
I will go on writing" Rubaiat" line after line.
The Saki with her wet hair will wait up to my death;-
Wash my body with wine and burry me by the side of a vine.


রচনাকাল:-
ঢাকা,২৮/০২/১৭
সকাল,৭-৩০