-:অণুকাব্য - ১১২০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
যখন ২২ তলা ভবন বানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা না রাখিয়া তখন সবাই নীরব, কেহই বলেনা কিছু,
এখন যখন পুড়ছে মানুষ,প্রধান মন্ত্রীর ফিরছে হুশ,কেন সার্বক্ষণিক মনিটরিং, সেটা বুঝে শিশু।
এখন হবে তদন্ত কমিটি,খুঁজিয়া বাহির করিবে ত্রুটি,হবে অনেক অনেক সুপারিশ ;
বিল্ডিং কোড কেউ মানেনা,রডের পরিবর্তে বাঁশ দেয় তাও জানেনা,জানে ভগবান যিশু।
রচনাকাল:-
ঢাকা ২৮/০৩/১৯
রাত৮-৫০