এই জীবন মহাভারত, সময় এখানে শকুনি।
এই সমাজ কুরুক্ষেত্র, এ আজব কাহিনী।
এই পাসে অধর্ম, ওই পাসে ধর্ম।
এই পাসে পাপ, সেই পাসে পূর্ন।
হাঁটতে হাঁটতে তোর চৌমাথায় হয়েছি পথহারা।
আমি খুঁজছি আমার নিজের ঠিকানা।
পরিচয় থেকেও পরিচয় নাই।
উপহাস করে নিজেরই ছায়া।
কে সে লিখেছে আমারই জাতক?
অভিমান তার মনেতে অনেক!
ভালোবাসা চেয়ে পায় আমি প্রতারনা!
আমি খুঁজছি আমার নিজের ঠিকানা।