তবে পরানে ভালোবাসা কেন গো দিলে?
অর্থ যদি না দিলে বিধি হে!
পিয়ালীর লাগি হিয়া উঠে যে ব্যাকুলিয়া,
কিভাবে বলিব তারে গিয়া?
মনের গোপনে থাকে প্রেম।
দাঁড়ায়ে থাকি পথে ,
আসিবে সে মোর জীবনের রথে।


যত গোপনে ভালবাসি পরান ভরি।
পরান ভরি উঠে সভাতে।
যেমন কালো মেঘে অরুন আলো লেগে,
মধুরী উঠে জেগে প্রভাতে।


তারকা নিজ হিয়া তুলিছে উজলিয়া।
আপন আলো দিয়া লিখা সে।
আমি যে আপনায় ফুটাতে পারি নাই,
পরান কেঁদে তাই মরিছে।


পাছে সে মরে দেখে থমকি বলে ‘এ কে’?
দুহাতে মুখ ঢেকে যাই চলে।
পাছে সে মনে ভানে এও কি প্রেম জানে?
আমি তো এর পানে চাহি না।
আমি যে আপনাই ফুটাতে পারি নাই
পারন কেঁদে মরিছে তাই।