বারবার বলো: ভালো থেকো তুমি,
ভালো নয়, তোমাকে চাই আমি;
তোমার জীবন জুড়ে রবে যবে মোর নাম,
চোখ খুলে যবে পাবে আমার নামের খাম,
যবে আমাকে দিবারাত্রি চাইবে শুধু তুমি,
তোমার হৃদয় জুড়ে থাকবে আমার নামের চিঠি,
যবে আমাকে পেলেই তবে থাকবে তুমি ভালো,
আমার ভালো থাকাটা যবে তোমার জীবন আলো,
আমায় কাছে পেলেই যবে তুমি হবে শান্ত,
আমার ছোয়া আদর যবে করবে তোমায় ক্ষান্ত।
আমার ঠোঁটে মিলিয়ে যবে ক্লান্ত তোমার ঠোঁট,
আমার সাথেই জীবন যখন তোমার জীবন বোট;
আমার সাথে মিশেই যবে আসবে তোমার খুশি,
আমার থেকে দূরে থাকা যবে মনে হবে নিশি।
আমার হাত দূরে গেলেই ছুটবে যবে ধেয়ে,
আমার জীবন তোমার জীবন একই জীবন বেয়ে,
বইবে যখন ভালোবাসা দুরন্ত দুই প্রাণ,
যবে আমার খুশির কারণ তোমার দেহঘ্রাণ;
আমাকে না পেয়ে যবে খুশি না তুমি রবে,
আমার খুশিও তোমাকে পাওয়া বুঝবে তুমি যবে;
বলবে না আর আমায় তুমি, “ভালো থেকো তুমি”
জড়িয়ে ধরে বাসবে ভালো আর গড়বে আমায় তুমি॥