ঘন অন্ধকারের ভারী ঘোমটার ভিতর
লুকিয়ে থাকে ঘুমন্ত চাঁদ।
রাস্তাঘাট ফাঁকা, তাতে বেঁচে আছে শুধু ভয়;
দীর্ঘশ্বাসের মাঝে রাত নামার মতো নীরবতা।


এই ঘন অন্ধকারে হারিয়ে যায়
আশার আলো, ভালোবাসার উষ্ণতা;
শোনা যায় নতুন করে পাড় ভাঙ্গার শব্দ ।


তবু কেন মনে হয়-
এই অন্ধকারেও আছে একটা স্ফুলিঙ্গ,
আলোর ঝিলিক আর ভোরের প্রতিশ্রুতি।