আশার বাড়ী কত দূরে-
আমি হাঁটি তার‌ই তরে?
আবার আশা বাঁধে বাসা,
রঙ লাগানোর কেমন নেশা?
আকাশ ভরা বুকের মাঝে,
খুঁজি তারে সন্ধ্যা সাজে।
পুতুল খেলা চলছে মনে,
পাই তারে কোন গগনে!
থাকবে বেঁচে আমার চোখে,
জীবন বাঁচি তারেই দেখে।
বিশ্ব জয়ের আশায় আমি,
যুদ্ধ করি জানোই তুমি।
নাই প্রয়োজন মরণ শোকের,
জয় করেছি জীবন দুখের।

        *********
নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
   তাং: ০৪/১০/২০১৭
        সকাল-৫.২৬