জীবন কখন কোথায় কেমন চলে,
আমি জানি না;
হয়তো বা তুমিও জানো না!
তাই "অথবা" শব্দটির জন্য,
একটু জায়গা রেখে দিয়েছ;
তুমি দুটি হৃদয়ের মাঝে।
জানি না আমি ভুল করেছি কি না,
"অথবা" শব্দটাকে বসালাম না!
আমার জন্য পরীক্ষা বড় কঠিন,
একই প্রশ্নের একই উওর;
"অথবা" কথাটি যে নেই।
উত্তরটা অনেকটা নৈব‍্যক্তিক,
এক কথায় 'তুমি' শুধু 'তুমি';
শুদ্ধ হলে একশো নয়তো শূন্য।
কোনো 'অথবা','যদি..তাহলে'
না হয় 'কিন্তু' এদের কোনোটিই নেই!
পাস করলে  নিশ্চয় খুশি হবো,
নয়তো কিছু করার নেই।
মাথা নিচু করে আবার বলবো,
উত্তরটা হবে, 'তুমি' শুধুই 'তুমি'!


            ০৯/০৫/২০১৭
             (২৫শে বৈশাখ)
       ধর্মনগর, উত্তর ত্রিপুরা
               ।। ভারত।।