ছন্নছাড়া অন্নহীনেরা,
দেশের শ্রমিক তারা!
যারা সুখী আয়াশ ভোগী,
আপন মনে রোগী!


গুণাগুণে নির্গুণেতে  আছে বহুজন,
আস্ফালনে তাদের বুঝি কাটে সারা জীবন!
মাফ করে দাও বাক্য তুমি,
ভুল করেছি আমি!


গুণহারাতে পল্লী ভরা,
তাদের ভিড়েও জ্বলে তারা।
হিসাবে নিলে কড়া-গন্ডা,
শরীর হলো বরফ-ঠাণ্ডা!


ক্ষমা চাহি শুধু ক্ষমা,
দুর্বলতার খাতায় জমা।
আজব গুজব কথা বলা,
হেরে গেলেও বড় গলা!


***********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
    উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ১৬/০৩/২০১৮ ইং
    ১ চৈত্র,১৪২৪ বাং
       সকাল: ৫.৪১