মোহিনী প্রভাতের উৎফুল্লিত মনে,
কুয়াশা চাঁদর গায়ে পাহাড়ের বনে।
দেখ প্রিয়ে আঁখি মেলে অপরূপ রূপ,
মহাশূন্যে সঙ্গীত বাজে বীণা স্বরূপ।
প‍রী-অপ্সরার ভীড়ে রবি হাসে ধীরে,
প্রিয়ে তুমি পুণঃ জাগিলে মোর অন্তরে।
কমল কুসুম সিক্ত মোতির বিন্দুতে,
ফেনীল জলরাশি ঐ অসীম সিন্ধুতে।
রতন বসন্ত আবার আসিবে ঘরে,
কোকিলের কন্ঠস্বর জ্বালাতন করে।
স্বপ্নসম প্রেম উথলিয়া উঠে আজি,
প্রভাতে প্রস্ফুটিত সুগন্ধি পুষ্পরাজী।
আমি অদূরে হেরি তবো রূপ চন্দন,
রচিলে যে তুমি আজি  অমোঘ বন্ধন!


       *********


জহরনগর, আগরতলা
    দক্ষিণ ত্রিপুরা, ভারত
তাং: ২৫/০১/২০১৮ ইং
   ১২ মাঘ,১৪২৪ বাং
        সকাল: ৬.৪৫