বাংলা আমার দেবী,
বাংলা আমার হ্নদয়!
মাতৃভাষা বাংলা তুমি,
তুমি মধুময়।
তুমি আমার কল্পতরু,
তুমি অন্বয়ী।
ধর্ম অর্থ কাম মোক্ষ প্রীতি ভালোবাসা,
সব‌ই তুমি-তুমি মাতৃভাষা।
আমার মৃত‍্যুতে তুমি-
পবিত্র হরিনাম।
অসার জনমের স্বার্থকতা তুমি,
অমৃত সুধা তুমি পিপাসিত প্রাণে।
সকাল সন্ধ্যা ফুটিয়ে মালতী
জুঁই চাঁপাটি-তুমি দিয়ে করেছ আরতি।
সর্মপিনু আমি তোমা' তরে,
ধন-যৌবন একুশের বেদীতে।
তুমি জেগে থাকো বাংলাভাষা
হৃদয়ের প্রতি কন্দরে-
অমৃত সুধা লয়ে
চিরশান্তির আর মিলনের তরে।


********
তাং: ২৪/০১/২০১৯ ইং
বিকাল-৫.০০
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত