আজি এই মঙ্গলময় দিনে
অঙ্গীকার করি সকলে আপন মনে।
চাই সকলের সুস্বাস্থ্য,
যত‌ই থাকিনা আমরা ব‍্যস্ত, অতিব‍্যস্ত!
একটু চলাফেরা করা,
আর আপন শরীরে অত‍্যাচার বন্ধকরা!
বিকৃতির টানে ভাসিওনা দেহ মন,
এতে ধ্বংস হয় ধন ও যৌবন!
মদ, বিড়ি গাঁজা আরো যতো নেশা,
সকলই দেখায় যেন দ্রুত মৃত্যু দিশা!
বিবাদ বিসংবাদ আর অর্থের অভাব,
সংসার দাবানলে বিচ্ছেদের স্বভাব!
সচেতনতাই বাঁচায় সংক্রমণ যতো,
নাম বলি যদি এইডস, সিফিলিসের কতো!
আজ দিন ভাই সচেতনতার,
যম যেন না আসে ল‌ইয়ে  মৃত্যু সমাচার।
'সুস্থ দেহ সুস্থ মন'- সবার অধিকার,
ধনী গরীব সকলেরই স্বাস্থ্যের দরকার!


********


তাং: ০৭/০৪/২০১৮ ইং
২৩ চৈত্র,১৪২৪ বাং
সকাল:০৫.১২
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত