বড়ো একখণ্ড মেঘ হঠাৎ খসে পড়লো,
তবুও আমার বুড়ো আঙুলটা ভিজলো না।
পেছনে তাকিয়ে দেখি সূর্যের  ছাই  ভস্ম স্তুপীকৃত।
পাখিরা বুঝি উড়তে ভুলে গেছে,
সামনের অশ্বথ গাছটা হেসে বলছে-
আজ রবিবার ক্ষেত কৃষি না করাই ভালো
মর্তে দধীচি আসেননি, বজ্র বানানো যাবেনা-
রাক্ষসেরা কিছু দিন বাঁচুক, সন্তান প্রসব করুক।
শকুন রাজ আবার আসবেন বার্তা পাঠিয়েছেন।
এবার গরু-মহিষের পচা বাসি মাংস নয়
আনতে হবে মানুষের টাটকা মাংসের রেসিপি।
মানুষেরা শেষে পর্যন্ত নিজেদের চামড়াগুলো খুলে-
রোদে শুকাতে দিলো বাঁচতে হবে তাই।
                    *********