গ্রামখানি আজ বড়ো সুন্দর-
চেয়ে থাকি দূ্রে চোখেতে পড়েনা কোন ঘর।
কৃষকেরা খুশী এসেছে লক্ষ্মী-
মাঘের মাঠে দাঁড়ানো শুধু সারি সারি খড়।
গরুগাড়ি চলে মেঠো পথে-
পাজুনি লয়ে গাঁও সরদার সগর্বে পিছু হাঁটে।
সুপারির সারি রাস্তার পাশে-
নব্বধূ আলতার পায়ে ধীরে চলে নদী ঘাটে।