নারী আর নগ্নতা গুলিয়ে ফেলেছি অনেকেই,
যেখানে বসি সেখানেই টানাটানি হানাহানি-
এই নারী দেহটি হবে কার;
অব‍্যক্ত এক দুরন্ত প্রতিযোগিতা!
অনাকাঙ্ক্ষিত দরদি ভাব,
আরো কতো-
আলাপ-বিলাপ হয়ে শুধু একদিকে কাত।
ইঙ্গিত অভিব‍্যক্তি গোপন তরঙ্গে,
চোখ ছাড়াও দেখি যেন-
মানস দর্পণ উদ্ভাসিত চেহারাতে,
ব‍্যক্ত হলে ঈর্ষা বর্তায় পাছে!
একটি সংস্কার আমাদের জন্য,
মুল‍্যায়ন হোক কাজে আবেগ ব‍্যতীরেকে।
প্রতি মুহূর্তে নারীকর্ষ-
করে নিশ্চয় অসন্মান-নারীত্বের অপমান!
ক্ষণিকের অবহেলা যায় না তো ভুলা,
মাতৃ মর্যাদা জ্বলে যদি পশুত্বের দাবানলে।
সঙ্ঘমিত্রা নির্দোষ তাও বলিনা আমি,
লোভ লালসা আর রক্ত মাংসের মানুষ তাই।
স্বীকার করি তোমার আছে মা-বাবা স্বামী
বা সন্তান- তবে সহিবে কেন মিথ্যা অপমান!
অজুহাতের লেলিহান শিখা-উদ্ভাসিত কেন?
পারো যদি গর্জে উঠো;
তুমি হ‌ও চিন্ময়ী, কৃপার পাত্রী ন‌ও।


********


তাং: ২৬/০৪/২০১৮ ইং
১২ বৈশাখ,১৪২৫ বাং
সকাল:৮.০১
নিজ বাসভবন, ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত