নীল আকাশে সূর্যের আলো,
ঝলমলে তারার জোনাক,
পাখির কলরব, ফুলের সৌন্দর্য,
সবই তোমারই অনুপম সৃষ্টি, স্রষ্টা মহান।


পাহাড়, নদী, সমুদ্র বিশাল,
জীবজন্তুর অফুরন্ত ভান্ডার,
প্রকৃতির এই রূপ অপার,
সবই তোমারই অপার ক্ষমতার পরিচয়।


মানুষের জীবন, ভালোবাসা,
সুখ, দুঃখ, আশা, নিরাশা,
সবই তোমারই ইচ্ছার খেলা,
সবই তোমারই রহস্যময় লীলা।


আমরা তোমারই অতিথি ক্ষণস্থায়ী,
এই পৃথিবীতে অস্থায়ী,
তবুও আমাদের দান করেছো জ্ঞান,
শক্তি, ভালোবাসার বীজ অমলিন।


তোমার কৃপায় আমরা বেঁচে থাকি,
তোমার আশীর্বাদে আমরা সাফল্য পাই,
তোমার কাছেই আমাদের চূড়ান্ত আশ্রয়,
তোমারই কাছে আমাদের চূড়ান্ত প্রার্থনা।


গান গাই আমরা তোমার গৌরবে,
কবিতা লিখি তোমার প্রশংসায়,
নত হই আমরা তোমার পদতলে,
তোমাকেই জানি আমরা,স্রষ্টা মহান।