পদাবলী হয়ে তুমি আসিলে অন্তরে,
বিরহ বেদনা এবার জাগিল মন্তরে।
ফুল মালা গেঁথেছিনু বকুল চামেলী,
এলেনা তুমি প্রিয়ে বিরহে চৈতালি।
মলিন বদনে চেয়েছিনু তবো-পানে,
রাখিলো যে ধরি মিছে অভিমানে!
চিরদুখী করো মোরে সুখের লাগি,
বিনত হৃদয়ে শতরাত একা জাগি।
কামনা বাসনা সব‌ই রহিল দূরে,
তুমি আসো প্রিয়ে আবার‌ও ফিরে।


********


তাং: ‌০৪/০৬/২০১৮ ইং
১৯ আষাঢ়,১৪২৫ বাংলা
সকাল‌: ৬.২৮
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত