বিভ্রান্তিকর কথাগুলো দিয়ে-
জলপ্রবাহের সময় মাপা হয়।
পাহাড়ের চূড়া থেকে শুরু হয় ঢল,
সবুজ উপত্যকা ভেদ করে চলে একটি সোনালি ফিতা।
সমুদ্রের গভীরতায় সূর্যের আলো কমে যায়,
লবণাক্ত দ্রবণ তার লাগাম ধরে টানে।
রাতের পৃথিবীতে নদী গায় ভিন্ন গান,
দীর্ঘ ভ্রমণ জমি খোদাই করে, প্রবাহ পথে।