বাড়ি আমার গ্ৰামেই ছিল,
তাইযে আমায় খুশি দিল।
ছনের চালে বাসের পাতা,
মনে হলে পাইরে ব‍্যথা।
কত খুশি আমের তলে,
খেলি যখন মিলে দলে।
চালের ছনে চড়াই পাখি,
আপন মনে তাকিয়ে থাকি।
রোদে দেওয়া ধান উঠানে,
নানা পাখির মেলা বনে।
ভাঙা টিনের দরজা ছিল,
ঝড় এসে তা উড়িয়ে দিল।


***********


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ০৭/১২/২০১৭ ইং
২০ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       সকাল:১০.০১