তুমি বন্ধু তুমি সখা,
তুমি গুরুদেব তুমি দেবতা।
তুমি সূর্য তুমি জোৎস্না,
তুমি আকাশ তুমি ধ্রুবতারা।
আঁধার পথে আলোক জ্বেলে,
করেছ দীপাবলী অমাবস্যা রাতে।


এই সন্ধ্যা কালে তুমি,
বলো বিদায় চাহ কেন?
কম্পিত হৃদয়ে জরিয়েছি তোমারে,
বাধন অটুট -হৃদয়ের বন্ধন।


ক্ষমা করো মোরে প্রভূ,
ছাড়িবো না তুমায় আর!
যত দিন জীবন রবে,
রহিবে তুমি বন্ধু অন্তরে।


তুমি আর্শীবাদ করো যদি,
শুধু পদধূলি দিও মোরে।
অশ্রু সজল আঁখি দুটি,
চরণেতে যাতে শুধু রাখি।


********


তাং: ‌২১/০৭/২০১৮ ইং
০৪ শ্রাবণ,১৪২৫ বাংলা
রাতঃ ৯.৪২
নিজ বাসভবন,ধ‍র্মনগর
উত্তর ত্রিপুরা, ভারত